অফিস ডেস্ক
এসএম সিরাজ বগুড়া:-শুক্রবার সকাল ৯ টায় এ্যাসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইন্সটিটিউট বগুড়ার বৃত্তি পরীক্ষ আদর্শ স্কুল বাদুরতলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪৩৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সকালে কেন্দ্র বৃত্তি পরীক্ষ পরিদর্শণ করেন দৈনিক সাতমাথার নির্বাহী সম্পাদক ও আদর্শ স্কুলের সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব ও মর্জিনা ইসমাঈল মডেল মাদরাসা বগুড়ার অধ্যক্ষ মুখলিছুর রহমান মুকুল,আল আদাব মাল্টিমিডিয়া মাদরাসার চেয়ারম্যান মাওলানা হেদাইতুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আন নূর মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ আল আমিন,দারুল কুরআন মডেল মাদরাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসেন, আইডিয়াল প্রিক্যাডেট স্কুল নামুজার পরিচালক আব্দুর রহিম,শাহিন মডেল মাদরাসার পরিচালক শাহীন আলম,তামিরুল উম্মাহ মাদরাসার পরিচালক জাহাঙ্গীর আলম,গ্রীন ভিউ মডেল মাদরাসা কাহালুর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দারুস সালাম মাদরাসার পরিচালক আব্দুস সালাম, আস সুন্নাহ আইডিয়াল মাদরাসার পরিচালক বিপুল হোসেন, মরিয়ম ইন্টা প্রিক্যাডেট মাদরাসা ঘোড়াধাপ হাট বগুড়ার অধ্যক্ষ মল্লিকা মলি।