অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে এক মানবপাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পাশাপাশি পীরগঞ্জ ও বিরল উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে ৪২ বিজিবির অধীনস্থ চাপসার বিওপির টহলদল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রামপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়।
এ সময় মানবপাচারকারীর সহায়তায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পারাপারের চেষ্টা চালানোর সময় একজন মানবপাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ সাদ্দাম হোসেন (৩৬), পিতা মোঃ ইয়াছিন আলী, গ্রাম ভাতুরিয়া, থানা হরিপুর, জেলা ঠাকুরগাঁও (মানবপাচারকারী),
শ্রী বিষ্ণু রায় (২১), পিতা শ্রী গর্ভামেন্ট এবং
বিষ্ণু জালী (২৫), পিতা কোমল ঝালী, উভয়ের বাড়ি রাউতনগর গ্রাম, রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁও জেলা।
এদিকে একই দিন রাত ১০টা ৪০ মিনিটে ৪২ বিজিবির ফকিরগঞ্জ বিওপির অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উপদইল গ্রাম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়া ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বৈরচুনা বিওপির টহলদল পীরগঞ্জ উপজেলার কুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বাইসাইকেলসহ ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
অপরদিকে ২৪ ডিসেম্বর ভোর ৫টা ২০ মিনিটে ধর্মজান বিওপির অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান গ্রাম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য প্রায় ১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক মানবপাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বাইসাইকেল বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করে যাবে।