কাহালুতে এলডিপি মনোনীত প্রার্থী কামরুল হাসান শাহেদ ফেরদৌসের মনোনয়ন পত্র সংগ্রহ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:০৬
photo

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস বুধবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার কাশপিয়া তাসরিন এর কার্যালয়ে তার নিকট হতে মনোয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলডিপি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরা, কার্যকরী সদস্য গোলাম রব্বানী, ডাঃ শাহিনুর রহমান শাহিন, এলডিপি কাহালু উপজেলা কমিটির সভাপতি খয়বর আলী, সাধারণ সম্পাদক রাসেল, এলডিপিনেতা আক্কাছ আলী প্রমুখ। 
 

শেয়ার করুন