তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আত্রাইয়ে উপজেলা বিএনপির আনন্দ মিছিল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৫:১১
photo

নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল হয়েছে। 

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ- সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি বিদেশের মাটিতে থেকেও যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তা অনন্য। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হবে। আমরা তাঁকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন জানান, তারেক রহমান আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে শান্তি ও সমৃদ্ধির ধারা আরও বেগবান হবে। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাবে। আত্রাই উপজেলা বিএনপি তাঁর হাতকে শক্তিশালী করতে সর্বদা ঐক্যবদ্ধ।

 

উক্ত আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. আকরাম হোসেন সরদার ও ফারুক বক¯,  আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, মো. কামরুল হাসান সাগর ও মো. আবু বক্কর সিদ্দিক, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাং, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম লিটন, কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলীসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় বিপুলসংখ্যক  নেতাকর্মীবৃন্দ। 

 

 

 

শেয়ার করুন