অফিস ডেস্ক
প্রেস বিজ্ঞপ্তি:- আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত স্পিড স্কেটিং টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্কেটিং টুর্নামেন্টে রাজধানীর আজাদ স্কেটিং ক্লাব, লেজার স্কেটিং ক্লাব, শহীদ বুদ্ধিজীবী স্কেটিং ক্লাব, অনলাইন স্কেটিং স্কুল, উত্তরা ফ্রেন্ড স্পিড স্কেটিং এরিনা, রুপা স্কেটিং ক্লাব, ধুপখোলা স্কেটিং ক্লাব, গোলাপবাগ স্কেটিং ক্লাব সহ সারা দেশের বিভিন্ন ক্লাব থেকে আগত প্রায় তিন শতাধিক স্কেটার অংশ নেয়।
বয়স ভিত্তিক মোট ১৬ টি গ্রুপে প্রায় অর্ধশতাধিক স্কেটার মেডেল জিতে নেয়।
এদের মধ্যে বগুড়া রোলার স্কেটিং ক্লাবের ক্ষুদে স্ট্যাটারদের দুর্দান্ত পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। উক্ত ক্লাব থেকে মোট ৪জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে (৪-৬) বালিকা গ্রুপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে শার্লিন জারা প্রথম স্থান অর্জন করে জিতে নেয় স্বর্ণপদক(১২-১৪) জুনিয়র বালক গ্রুপে মোঃ নাঈম দ্বিতীয় স্থান অর্জন করে জিতে নেয় রূপ্য পদক। এবং (৪-৬) বালক গ্রুপে ফিনিশার হিসেবে মেডেল অর্জন করে আবরার হুরায়রা আইমান।
মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত উক্ত স্কেটিং প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রেজাউল করিম খান, প্রতিষ্ঠাতা ও সভাপতি -উত্তরা ফ্রেন্ডস ক্লাব ও ফাউন্ডেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : মেজর সাব্বির আহমেদ (অব), লুৎফর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, মোঃ জাভেদ, সহ-সভাপতি বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, তালুকদার পুরীর আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উত্তরা ফ্রেন্ডস ক্লাব, আনারুল ইসলাম, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ উত্তরা ফ্রেন্ডস ক্লাব, ক্যাপ্টেন শেখ আরিফ আহমেদ (অব), নাজমুল হক ও শহীদুজ্জামান ভূঁইয়া প্রতিষ্ঠাতা সদস্য উত্তরা ফ্রেন্ডস ক্লাব।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের প্রধান কোচ আশরাফুল আলম মাসুম, সহকারি কোচ আশিক ইকবাল ও ফেডারেশনের এডহক কমিটির সদস্য ও আজাদ স্কেটিং ক্লাবের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ প্রমুখ।
িউক্ত খেলাটি পরিচালনা করেন শহীদ বুদ্ধিজীবী স্কেটিং ক্লাবের কোচ মুসলিম রানা।