জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ১১:৪৭
photo

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়েছে।

 

১৬ ডিসেম্বর, মঙ্গলবার সকালে সংগঠনের সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে জেলা কমিটির নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মার্জান আহাত,সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, প্রচার সম্পাদক কাওসার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক জহুরুল ইসলাম, সেবা বিষয়ক সম্পাদক মোছাঃ নার্গিস আক্তার নাজমা, কার্যনির্বাহী সদস্য মোঃ জেম মন্ডল, মোঃ বোরহান উদ্দিন, মোঃ মানিক হোসেন, মোঃ শাকিলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, মানবাধিকার প্রতিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।।

শেয়ার করুন