অফিস ডেস্ক
বরগুনা প্রতিনিধি:-বরগুনায় উন্নয়ন সংগঠন জাগোনারীর ‘উইলি’ প্রকল্পের প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উপলক্ষ্যে কমিউনিটি রেডিও টক-শো অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বরগুনা জেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে UNiTE to End Digital Violence Against All Women and Girls নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে দুর্যোগকালীন সময়ে নারীরা যেসব সহিংসতার স্বীকার হয় এবং আশ্রয়কেন্দ্রে নারীরা যেসব সমস্যা সম্মুখীন হয়, সে বিষয়ে সচেতনতা তৈরি করা লক্ষ্যে পথ নাটক-"আলো আসবেই " অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, উইলি প্রকল্পের নারী দলের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী।
উক্ত নাটকে সাধারণত উপকূলীয় এলাকায় দুর্যোগ কালীন সময়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী এবং কন্যা শিশুরা কি কি ধরনের বৈষম্যের এবং সহিংসতার শিকার হন, আশ্রয়কেন্দ্র নারী বান্ধব না হওয়ার ফলে নারীরা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হন তা তুলে ধরা হয় এবং ডিজিটাল সহিংসতার বিষয়েও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
প্রসঙ্গত, জাগোনারীর বাস্তবায়নে, কেয়ার বাংলাদেশের সহযোগিতায়, এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট (এএফডি)’র আর্থিক সহযোগিতায় উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্পটি বরগুনা সদরের তিনটি উপজেলার (বরগুনা সদর, তালতলি এবং পাথরঘাটা) তিনটি ইউনিয়নে (আয়লাপাতাকাটা, ছোটবগি এবং পাথরঘাটা সদর) বাস্তবায়িত হচ্ছে।