অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৭৭০ (সাতশত সত্তর) পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এসময় মোঃ মাহাফুজার রহমান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টা ১৬ মিনিটে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানার মহেশপুর এলাকায় জনৈক আপেল রহমানের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃত আসামির ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত মাহাফুজার রহমান দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও আশপাশের বিভিন্ন এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিদের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে সু-কৌশলে বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনে তিনি নতুনসব কৌশল ব্যবহার করতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।