পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৩১
photo

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ)প্রতিনিধি: -১১ ডিসেম্বর ভোর ৫ টায়  বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৩/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বীর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিল এবং ০৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ ০২ জন চোরাকারবারী (ক) মোঃ আব্দুল লতিফ(৪০), পিতা-মৃত জহির উদ্দিন, (খ) শ্যামল দাস(৬০), পিতা-মৃত অজিত চন্দ্র দাস, উভয়ের গ্রাম-চকমলিন, পোষ্ট-চকমলিন, থানা-পত্নীতলা এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। 

 

আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (ধামইরহাট থানার মামলা নং-১২ এবং তারিখ-১১ ডিসেম্বর ২০২৫)।  
 

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

 

 

 

শেয়ার করুন