অফিস ডেস্ক
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) নির্বাচন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোটারদের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, জনগণের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শোষণমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। এ লক্ষ্যে স্বচ্ছতা, সততা ও দায়বদ্ধতার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি।
আব্দুল্লাহ আদিল নান্নু আরও বলেন, “গাইবান্ধা-৩ আসনের উন্নয়নে দুর্নীতিমুক্ত সহায়ক ভূমিকা রাখতে চাই। এজন্য সম্মানিত ভোটারসহ এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন আমার খুব প্রয়োজন।”
এ আসনে নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রার্থীরাও নিজেদের মতাদর্শ, পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে জনগণের দ্বারে দ্বারে ছুটছেন।