বগুরায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের উদ্যোগে মানবাধিকার দিবস উদযাপন।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৫৯
photo

দৌতল বগুড়া:-১০ই ডিসেম্বরবিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন বগুড়া জেলা শাখা ও সদর উপজেলা শাখার আয়োজনে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় দিবসটি উদযাপন করা হয়।

 

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পথরেলী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম। 

 

বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আখেরুল ইসলাম রাঙ্গা সাধারণ সম্পাদক,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন বগুড়া জেলা শাখা।

 

আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন বগুড়া জেলা শাখা। জনাব মোঃ আজিজার রহমান, আল মাহমুদ দপ্তর সম্পাদক বগুড়া সদর উপজেলা শাখা, সহ আরো অনেকে।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ মুকুল মিয়া সাধারণ সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন বগুড়া সদর উপজেলা শাখা। 

অনুষ্ঠান শেষে একটি আনন্দর‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন