বদরখালী ইউনিয়নে নাগরিক প্রকল্পের ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:১৯
photo

নিজস্ব প্রতিবেদক:-বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদে নাগরিক প্রকল্পের উদ্যোগে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. সোহেল মিয়া এবং সঞ্চালনায় ছিলেন নাগরিক প্রকল্পের প্রজেক্ট অফিসার দুর্জয় দে। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মতিউর রহমান। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান রাজা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জালাল আহমেদ এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ইউনিয়ন ফোরামের সকল সদস্যও সভায় অংশ নেন।
সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারের বিভিন্ন সেবা পর্যায়ক্রমে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় অসচেতন মানুষদের সচেতন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুন