অফিস ডেস্ক
মো:ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন),নোয়াখালী প্রতিনিধি:-নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বাহারের (৫০) বিরুদ্ধে সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে দুদক নোয়াখালীর উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম বাদী হয়ে দুদক বিশেষ আদালতে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত আনোয়ার হোসেন বাহার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
দুদক জানায়, আনোয়ার হোসেন বাহার ২০১৬ সালের ১৬ অক্টোবর থেকে কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ১২ মে তিনি নিজের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎস উল্লেখ করে দুদক প্রধান কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। পরে ৩০ জুন ওই বিবরণী যাচাই-বাছাইয়ের জন্য নোয়াখালী দুদক অফিসকে দায়িত্ব দেওয়া হয়।
যাচাই অনুসন্ধানে দুদক দেখতে পায়, চেয়ারম্যান বাহার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ৬৮ লাখ ৮৯ হাজার ৪১ টাকার সম্পদ ঘোষণা করলেও তিনি ১০ লাখ ৭৭ হাজার ১৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি ৩৮ লাখ ৪৪ হাজার ৮২৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অবৈধভাবে অর্জন করে নিজের নামে ভোগদখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় দণ্ডনীয় অপরাধ।
নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আসামি আনোয়ার হোসেন বাহারের বিরুদ্ধে মামলা সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”