সদ্য পদায়নপ্রাপ্ত ডাঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল'কে শজিমকে-হা নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৯:২৬
photo

আরমান হোসেন ডলার(বিশেষ প্রতিনিধি)বগুড়াঃ-
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অ্যানেসথেসিয়া বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদায়নপ্রাপ্ত হয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়ার কৃতি সন্তান ডাঃ মোঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন—
মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, এম-ট্যাব সদস্য মোঃ ফিরোজ আহমেদ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সংগঠনের সভাপতি মোঃ মোজাফফর হোসেন ডালিম, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, ইকুঃ মেকাঃ মোঃ জহুরুল ইসলাম, এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি সমিতি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন প্রমুখ।

 

নেতৃবৃন্দরা মনে করেন—ডাঃ মোসলেহ উদ্দীন হায়দার দক্ষতা, নিষ্ঠা, মানবসেবার প্রতি অঙ্গীকার ও পেশাগত উৎকর্ষতা তাঁকে এই সম্মানে ভূষিত করেছে। তাঁর এই পদায়ন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

 

পরিশেষে তারা মহান আল্লাহর নিকট দোয়া করেন—ডাঃ মোসলেহ উদ্দিন হায়দার ভবিষ্যতে আরও সাফল্য, সম্মান ও মানবসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।।

শেয়ার করুন