ঢাকায় ডিআইইউতে রুশ ভাষার কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৫৪
photo

স্টাফ রিপোর্টার:-রাশিয়ার স্বনামধন্য সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির একজন অধ্যাপকের তত্ত্বাবধানে গত ৬ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ঢাকায় পরিচালিত রুশ ভাষার সংক্ষিপ্ত কোর্স সম্পন্নকারী বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। 

 

মঙ্গলবার এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ডাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) কোর্সটিতে অংশ নেয়া মোট ৪৮ জনের মাঝে সনদ হস্তান্তর করা হয়।
 

প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন ঢাকা রাশিয়ান হাউসের পরিচালক মিসেস আলেকজান্দ্রা খ্লেভনই। এসময় তিনি ভবিষ্যতে যৌথ সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম, রাশিয়ান সরকারী বৃত্তি সুযোগ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ায় একাডেমিক পথের সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে ভলান্টিয়ার ইন্টার্নশিপ প্রোগ্রাম-ভিআইপি (সিজন ৬) এর অংশগ্রহণকারীদেরও সনদপত্র বিতরণ করা হয়। দলীয় ফটোসেশন শেষে এদিন রাশিয়ান হাউজের পরিচালকসহ সংশ্লিষ্টরা ক্যাম্পাস পরিদর্শন এবং ডিআইইউ আন্তর্জাতিক সম্পর্ক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতও করেন।
 

উল্লেখ্য, কোর্সটি সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি ও রাশিয়ান ফেডারেশনের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ডিআইইউ-এর আন্তর্জাতিক সম্পর্ক কার্যালয় ও ঢাকা রাশিয়ান হাউসের সমর্থনে পরিচালিত হয়।
 

শেয়ার করুন