হাকিমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত ওসি জাকির হোসেন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৩৬
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন দায়িত্ব গ্রহণের পর হাকিমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধায় থানার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

 

নবাগত ওসি জাকির হোসেন বলেন, আমি চাই পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করে হিলিকে মাদক ও অপরাধমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে। 

 

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং আরও জোরদার করা হবে।তিনি আরও জানান, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।

 

সভায় উপস্থিত হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম (এনটিভি), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু (জিটিভি), সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান মিলন (বৈশাখী টিভি), সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির (যমুনা টিভি), মাসুদুর হক রুবেল (ডিবিসি নিউজ),
হালিম আল রাজি (মাছরাঙা টিভি), সাজ্জাদ হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি), শফিক ইসলাম (সময় টিভি), আলতাব হোসেন (দৈনিক করতোয়া),রমেন বসাক (দৈনিক যায়যায়দিন), সিরাজুল ইসলাম (দৈনিক ডেল্টা টাইমস্), মিজানুর রহমান (আমাদের সময়), মুসা মিয়া (দৈনিক সমকাল), আব্দুল আজিজ (আরটিভি), মোসলেম উদ্দিন (রাইজিং বিডি), মোকছেদুল মমিন মোয়াজ্জেম (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), আওলাদ হোসেন (দৈনিক বর্তমান কথা), সাহিন ইসলাম (এশিয়ান টিভি), তাছির উদ্দিন (ডেল্টা টাইমস্), আলম হোসেন অলি (দৈনিক পত্রালাপ), সফিউল ইসলাম সুমন (সাপ্তাহিক আলোকিত সীমান্ত), হাফেজ মো. শহিদুল ইসলাম, রানা হোসেন প্রমুখ।

 

সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম দিনাজপুর।
 

 

শেয়ার করুন