প্রকাশত সংবাদের প্রতিবাদ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০১:৪৮
photo

ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধিঃ-গত ৫ ডিসেম্বর শুক্রবার বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় “ইন্দুরকানীতে প্রতিপক্ষের মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে রতন সিকদারের সংবাদ সম্মেলন” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, উক্ত সংবাদে আমাদের (সুমিত্রা রাণী, বাবুল দত্ত, দুলাল দত্ত, যুগল দত্ত ও পরিবারবর্গের) বিরুদ্ধে আনা অভিযোগসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং তথ্যানুসন্ধানহীন।

 

ভুক্তভোগী সুমিত্রা রাণী জানান, জমি দখলের চেষ্টা, বেড়া বা পিলার কেটে নেওয়া, কিংবা কারো সম্পত্তিতে অনধিকার প্রবেশ করার মতো কোনো ঘটনাই ঘটেনি। সংবাদে উল্লিখিত জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান দেওয়ানি বিরোধ রয়েছে, যা আইনের নিয়মে আদালতে বিচারাধীন।রতন সিকদার যে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বা হয়রানি করার অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। বরং আমরা আইনের প্রতি সম্মান দেখিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করে যাচ্ছি।

 

তিনি আরো জানান, সংবাদে উল্লেখিত পরিত্যক্ত ঘরে আগুন লাগানো বা আত্মহানি ঘটানোর অভিযোগও পুরোপুরি বানানো। আমাদের পরিবারের কেউ এ ধরনের নাটক সাজানোর প্রশ্নই আসে না। এসব অভিযোগ শুধুই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

 

বিভিন্ন সময় রতন সিকদারের পক্ষ থেকে হুমকি, ভয়ভীতি ও উস্কানিমূলক আচরণ করা হয়েছে—যা প্রমাণসহ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু সংবাদে এই দিকটি একবারও উল্লেখ করা হয়নি, যা সংবাদটির উদ্দেশ্যপ্রণোদিত দিক নির্দেশ করে।

আমরা মনে করি, সংবাদটি প্রকাশের আগে উভয় পক্ষের বক্তব্য নিয়ে তদন্ত করা হলে প্রকৃত তথ্য প্রকাশ পেত। একতরফা ও যাচাইবাছাইবিহীন অভিযোগ প্রচারের মাধ্যমে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

 

আমরা সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনুরোধ করছি—সত্য তথ্য যাচাই করে এই প্রতিবাদটি যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করার জন্য।

প্রতিবাদকারী,সুমিত্রা রাণী উত্তর কলারণ

শেয়ার করুন