অফিস ডেস্ক
মো: ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন),নোয়াখালী প্রতিনিধি:-নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গোরকটায় এলাকায় রবিবার ৭ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের সমর্থনে এক নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ বলেন, “ন্যায় ও ইনসাফের ভিত্তিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে যেতে চাই। জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ প্রশাসন ও জনগণের অংশ গ্রহণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।” তিনি শিক্ষা উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং তরুণ সমাজের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
গোরকাটা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা
মাষ্টার মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে এবং যুব বিভাগের সভাপতি মো. আব্দুল আলীর সঞ্চালনায় সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মো. আবু জাহের মামুন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেনবাগ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন মিয়াজী, অর্জুনতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আব্দুল মাজেদ,সহ-সভাপতি মোহাম্মদ সামছুদ্দোহা,সেক্রেটারি মাওলানা সামছু উদ্দিন, মাষ্টার মো. আবু বক্কর, মাষ্টার আলী নোয়াব পারভেজ ও মো. আরফানুল হক।
এছাড়াও সমাবেশে অংশ নেন মাওলানা মাষ্টার আবুল কাশেম, মাওলানা বেলাল হোসেন, মো. আবদুল্লাহ আল নোমান, মো. জমির উদ্দিন, মো. আবদুল মোতালেব, মো. মহিন উদ্দিন, মো. আবদুল মান্নান ও মো. সহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।