অফিস ডেস্ক
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে এক শিক্ষক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগীতায় ৬ ডিসেম্বর শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের ড্রিমল্যান্ড মাঠে অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক এর আয়োজনে ও পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ এর সভাপতিত্বে এ শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ।
সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন ও উপস্থিত শিক্ষকদের বিভিন্ন সমস্যা গুলো সমাধানের আশ্বাস প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক।
তিনি তার বক্তব্যে এলাকার সমস্যা গুলো সমাধানের পাশাপাশি সকল কে সঙ্গে নিয়ে পলাশবাড়ী সাদুল্লাপুর উপজেলার মাটি ও মানুষের উন্নয়নে ভূমিকা পালনের আহবান জানান।
এ সমাবেশে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন,পিয়ারী পাইলট বিদ্যালয়ের পক্ষে আহসান আহাবি মিল্টন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ অন্যান্যরা। সমাবেশে পলাশবাড়ী উপজেলার হাইস্কুল,কলেজ ও মাদ্রাসার ৭ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।