অফিস ডেস্ক
এসএম সিরাজ,বগুড়া-বগুড়ায় বিসিক জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুরু হয়েছে। শনিবার বিকেলে বগুড়া পৌর এ্যাডওয়ার্ড পার্কে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।
বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আসাদুজ্জামান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, নাসিব বগুড়ার সহ-সভাপতি একরামুল কবীর আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপব্যবস্থাপক আবু হাশেম।
মেলায় স্টল রয়েছে ৭০ টি। মেলায় বগুড়াসহ বিভিন্ন জেলার উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।