অফিস ডেস্ক
এসএম সিরাজ,বগুড়া:-জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের মাধ্যমে জামায়াত দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত রাস্ট্র উপহার দিবে।
সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে জামায়াতের প্রধান কাজ। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি।
এবারের নির্বাচনে জনগণ জামায়াতের দিকে ঝুঁকে পড়েছে ভোট দেওয়ার জন্য। সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। একই সাথে ভোট কেন্দ্র প্রাহারা দিতে হবে। তিনি শনিবার বগুড়া শহর জামায়াত কার্যালয়ে বগুড়া সদর-৬ আসনের এক নির্বাচনী কর্মশালায় একথা বরেন।
নির্বচন পরিচালক ও শহর জামায়াতের সেক্রেটারী সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর মাওলানা আলসগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, এ্যাভোকেট রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, আব্দুল হাসিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সহ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অন্যায়, জুলুম, নির্যাতনসহ হাসিনার মতো ফ্যাসিজম থাকবে না। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই।
ফ্যাসিস্ট সরকারের দূনীতি, জুলুম, নির্যাতের বিচার দৃশ্যমান হতে হবে। কিন্তু বর্তমান সরকার অনেক গুলো বিষয় নিয়ে কাজ করার কথা বলেও এখনো পর্যন্ত নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে ব্যর্থ হয়েছে।