অফিস ডেস্ক
এসএম সিরাজ,বগুড়া:-বগুড়ায় আবুল খায়ের গ্রæপের আশা সিমেন্ট রাজশাহী বিভাগে প্রিয়জন উৎসব পালিত হয়েছে। ৬ডিসেম্বর শনিবার হোটেল মমইন কনভেনশনে আশা সিমেন্ট প্রিয়জন উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল সেলস ম্যানেজার সজীবুল আলম।
আরা বক্তব্য রাখেন একাউন্টস ম্যানেজার মাইনুদ্দিন হাসান জুয়েল, ব্রান্ড ম্যানেজার মেহেরাজুল ইসলাম ও নর্থ বেঙ্গল রিজিওনের রিজিওনাল ম্যানেজার তারাপদ রায় স্বপন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনব্যাপি অনুষ্ঠান শুরু হয়। দুপুরে লাঞ্চের পর অতিথিদের বক্তব্যর মাঝে মাঝে হিপহপ ডান্স, সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
সমাপনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সকল ডিলার ও রিটেইলারদের উপস্থিতিতে রাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।