অফিস ডেস্ক
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার আবু কালামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে দলিল রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে।অভিযোগে জানা যায়,তিনি ২০ লাখ টাকা ঘুষ গ্রহণ করে একটি বিতর্কিত জমির দলিল রেজিস্ট্রি সম্পন্ন করেছে, যা সম্পূর্ণ আইন বহির্ভূত ও প্রতারণার সামিল।
এ বিষয়টি জানতে পেয়ে, জামালপুর জেলা রেজিস্ট্রার মোঃ আসাদুল ইসলাম লাল কালি দ্বারা নির্দেশ দিয়েছেন যে, পারিবারিকভাবে মীমাংসা না হওয়া পর্যন্ত উক্ত জমির দলিল সম্পাদন করা যাবে না। তবে, সাব রেজিস্ট্রার আবু কালাম অভিযোগটি অস্বীকার করেছেন।
এ ঘটনায় দুদকে একটি অভিযোগ দেয়া হয়েছে এবং জামালপুর জেলা জজ আদালতে একটি ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে যাহার নং নম্বর: ২১২৯(১)/২৫ । রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে একটি দেওয়ানী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জামালপুর জেলা রেজিস্ট্রার জানিয়েছেন, একটি লিখিত অভিযোগ পেয়ে ,তিনি সাব রেজিস্ট্রারকে সেই লিখিত অভিযোগ পত্রেই লাল কালি দ্বারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ দলিলটি পারিবারিক বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলিল সম্পাদন না করার জন্য তাৎক্ষণিক ভাবে সাব রেজিস্ট্রারকে লিখিত নির্দেশ প্রদান করেন।