অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-রংপুর জেলার পীরগাছা এলাকা থেকে এনজিওতে কর্মরত এক মহিলাকে ধর্ষণের মামলার প্রধান আসামি মোঃ মাসুম রেজা মুকুল (৪৭) কে গ্রেফতার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুরের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে
র্যাব জানায়, ভিকটিম প্রায় তিন বছর ধরে মুকুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এই সুযোগে আসামি তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত।
প্রস্তাব প্রত্যাখ্যান করলে গত ২৬ জুন রাত ১১টার দিকে মুকুল প্রতারণার মাধ্যমে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের আলমারিতে রাখা ২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৩৮ হাজার টাকা লুটে নেয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
ঘটনার পর ভিকটিম আদালতে নালিশী মামলা করলে আদালতের নির্দেশে বিরামপুর থানা গত ২৪ নভেম্বর ২০২৫ তারিখে ধর্ষণ মামলা হিসেবে বিষয়টি রেকর্ড করে (মামলা নং-১৭, জিআর-৩১১/২৫)। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(১) এবং দণ্ডবিধি ৩৮০ ধারায় মামলাটি গ্রহণ করা হয়।
মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। এ অবস্থায় র্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে আসামিকে চিহ্নিত করে পীরগাছার নুর পাঠান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর মুকুলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।