অফিস ডেস্ক
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সেনা সদস্য (অব.) বীর মুক্তিযোদ্ধা আনসার আলী (৭৪) ইন্তেকাল করেছেন।
উপজেলার বেতকাপা ইউনিয়নের নান্দিশহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য (অব.) আনসার আলী বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন। সম্প্রতি ঢাকায় মেয়ের বাসায় থেকে তিনি চিকিৎসা করছিলেন। গুরুতর হয়ে পড়লে তাঁকে ঢাকাস্থ সিএমএইচএ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনগত বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার আছর পূর্ব উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নেতৃত্বে থানা অফিসার ইনচার্জের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) প্রশান্ত চন্দ্র পরামানিক এবং গাইবান্ধা জেলা পুলিশ লাইনের একটি পার্টি জাতীয় পতাকা আচ্ছাদিত মরহুমের কফিনে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন।
বাদ আছর বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি ১ ছেলে-পুত্রবধু, ২ মেয়ে-জামাতা, ভাই-বোন, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশি, সহযোদ্ধা, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।