পলাশবাড়ীর খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মহাফিল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:০২
photo

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নের বেংগুলিয়া বাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতে নতুন বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করা হয়। এতে দোয়া পরিচালনা করেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও. রমজান আলী।
 

ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তা সরকার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার লিটন, কিশোরগাড়ী ইউনিয়ন পিএনপির সাধারণ সম্পাদক সুজন মাষ্টার,বিএনপির নেতা বেনজির আহমেদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজু প্রামানিক, বিএনপির নেতা জাকির হোসেন লিটন,ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল, যুগ্ম সম্পাদক আসাদুল ইসলাম,সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ।

শেয়ার করুন