দিনাজপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশু কন্যার মৃত্যু

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৪১
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাড়ির পাশেই খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হারেসুন নাহার (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার আটগাঁও ইউনিয়নের কনা পাড়ায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত হারেসুন ওই গ্রামের হালিম হোসেনের মেয়ে।

 

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল ছোট্ট হারেসুন। খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যায় সে। কিছু সময় পর পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ জানান, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

শেয়ার করুন