খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাকিমপুরে দোয়া মাহফিল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:২৯
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলটির অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী এই নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বিরাজ করছে। দেশের মানুষ তাঁর আরোগ্য কামনা করছে এবং দ্রুত সুস্থ হয়ে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন।

 

তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সুস্থতা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি মনে করেন।

 

পরে অসুস্থ নেত্রীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং দলের কল্যাণ কামনাও করা হয়।

 

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সহযোগী সংগঠনগুলো। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক উপস্থিত জনতার অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

শেয়ার করুন