বগুড়ার নবাববাড়ী সড়কে গণসংযোগ করেন আবিদুর রহমান সোহেল

জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবে
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ১২:০০
photo

এসএম সিরাজ,বগুড়া:- বগুড়া শহর জামায়াতের আমীর বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বুধবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ী সড়কের আলতাফ আলী সুপার মার্কেট, আল আমিন কমপ্লেক্স এলাকায় গণ সংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিম বেগ, ৫ নং ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলাম, ওয়ার্ড সেক্রেটারী আব্দুল বাসেদ, আলহাজ¦ আব্দুল হান্নান, মোকছেদ আলী, শহীদুল ইসলাম প্রমুখ।
 

গণসংযোকালে আবিদুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবে। আমরা ব্যাবসায়ীদের জন্য সুদমুক্ত ঋন এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ নিশ্চিত করবো। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

 

স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে স্মার্ট
নাগরিক হয়ে গড়ে উঠতে হবে : সাদ্দাম
স্টাফ রিপোর্টার: ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকে স্মার্ট নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। দেশের ছাত্র জনতা সন্ত্রাস দুর্নীতিমুক্ত ক্যাম্পাস দেখতে চায়। এজন্য ছাত্ররা ঢাকা বিশ^বিদ্যায়ল সহ সকল ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির কে বেছে নিয়েছে। নবীণদের তিনি বলেন আপনারা জীবনের গাইডলাইন ঠিক রেখে এগিয়ে যান জীবনে অবশ্যই সফলতা  আসবে।

 

 তিনি বুধবার সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে নবীন বরণ’ ২৫ ও ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সেক্রেটারি সাকিব হাসান তামিমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইফসুর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় কাপ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, শহর সেক্রেটারি শফিকুল ইসলাম

 

।উপস্থিত ছিলেন  আকসুর সাবেক ধর্মীয় সম্পাদক ও বগুড়া সদর -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, আকসুর সাবেক জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সাবেক জিএস ইউসুফ আলী, সাবেক নাট্য সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, আব্দুস সালাম তুহিন।

 

 

 

শেয়ার করুন