সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিরামপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৯:০২
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের কলাবাগান হাসপাতাল রোডে অবস্থিত প্রেসক্লাব ভবনের নিজস্ব কার্যালয়ে বিরামপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিল পরিচালনা করেন বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মণ্ডল, আহ্বায়ক কমিটির সদস্য ড. মুহাদ্দিস এনামুল হক, সদস্য আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা, পবন কুমার শীল ষষ্ঠী, আব্দুর রশিদ, মাহাবুর রহমান, সেকেন্দার আলী, সামিউল আলম, রেজওয়ান আলী, আব্দুল আলীম স্বর্ণকার, নুর ইসলামসহ উপস্থিত বক্তারা বাংলাদেশের রাজনীতি ও দেশের অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন।
 

তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।

 

দোয়া মাহফিলে বিরামপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

শেয়ার করুন