অফিস ডেস্ক
শাহ আলী বাচ্চু জামালপুর থেকে:-জামালপুর জেলা কারাগারে হাজতী মৃত্যুর ঘটনায় কারাগার পরিদর্শন করেছে তিন সদস্যের তদন্ত কমিটি।
মঙ্গলবার ২ ডিসেম্বর সকাল ১১ টায় তদন্ত কমিটির সভাপতি জামালপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ, সদস্য সচিব হলেন জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন , তদন্ত কমিটি সদস্য হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: স্বাগত সাহা কারাগারে প্রবেশ করে তদন্তের কার্যক্রম শুরু করেন।
সকাল ১১টা কারাগারে প্রবেশ করে বিকেল ৩ টায় পর্যন্ত তদন্ত কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের জানান, জামালপুরের জেলা প্রশাসক ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন চেয়ে তদন্ত কমিটি গঠন করে তিনি বলেন ,"আমরা আজ প্রথমবার কারাগার পরিদর্শন করে আসলাম"।
প্রাথমিক তদন্তে কারা কতৃপক্ষের সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিবেদন যখন দিব সে সময় আপনারা সবাই জানবেন। তদন্ত চলাকালীন সময়ে কোন মন্তব্য করা যায় না।
এ ঘটনায় কারাগারের কাউকে জড়িত পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, তদন্ত করা হয় প্রকৃত বিষয় জানার জন্য। তদন্তে কারাগারের কাউকে জড়িত পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ভোর ৩টা ৪৫ মিনিটে কারাগারের ভেতরের ২নং ওয়ার্ডে ঘুমন্ত অবস্থায় দেওয়ানগঞ্জ চেংটিমারী এলাকার ইমান হোসেনের ছেলে হাজতী হযরত আলীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই দিন অপর হাজতী বকশীগঞ্জের দত্তের চর এলাকার মরহুম ছামিউল হকের ছেলে রহিদুর মিয়াকে প্রধান আসামী করে গত ২৮ নভেম্বর শুক্রবার জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন জেলার লিপি রানী সাহা।