ইন্দুরকানীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৫৯
photo

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:-
পিরোজপুরের ইন্দুরকানীতে দুর্যোগ মোকাবিলায় অগ্রিম প্রস্তুতি ও করণীয় নির্ধারণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 
 

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 
 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান।  
 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান কবির, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী এমরান আহম্মেদ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আশোক রায়, মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী, পল্লী ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ নুরুজ্জামান শরীফ, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন প্রমুখ। 
 

এ সময় বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বজ্রপাত নিরোধক আশ্রয়নকেন্দ্র স্থাপন ও জরুরীভিত্তিতে অসুস্থ রোগী পরিবহনে নৌকার ব্যবস্থা করা জরুরী। পাশাপাশি দুর্যোগের পূর্বাভাস দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় এনজিও ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও জোর দেওয়া হয়। 

শেয়ার করুন