দিনাজপুর-রংপুর-নীলফামারীতে র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৯ জন গ্রেফতার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৫৫
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:--র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর চৌকস দল নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলায় পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৯ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে। এসব অভিযানে মোট ১৩৩ গ্রাম হেরোইন, ২.৮০ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেয়ারডিল, ৯৯ বোতল এমকেডিল, ১৮ 

 

বোতল স্কাফ ও ৯২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধায় এক প্রেসবিজ্ঞপ্তিতে 
র‌্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার স্লোগানে অনুপ্রাণিত হয়ে তারা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ১ ও ২ ডিসেম্বর দিনভর এ অভিযান পরিচালিত হয়।

 

১ ডিসেম্বর দুপুর ১টা ৩৫ মিনিটে নীলফামারী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে র‌্যাব-১৩। গ্রেফতারকৃত মোঃ রিয়াজুল (৩৫) ও মোঃ ফজলুর রহমান (২৭)-এর প্যান্টের পকেট থেকে মোট ১৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

একইদিন রাত ১১টা ৩০ মিনিটে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ এলাকায় অভিযান চালিয়ে মোঃ সিরাজুল ইসলাম (২৬)-কে আটক করা হয়। তার হাতে থাকা পলিথিন মোড়কে ১.৮ কেজি গাঁজা পাওয়া যায়।

 

২ ডিসেম্বর রাত ১টা ৩০ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলায় রিকশা ভ্যান তল্লাশি করে ৯৯ বোতল ফেয়ারডিল ও ৯৯ বোতল এমকেডিল উদ্ধার করে র‌্যাব। ঘটনাস্থলেই আফসার আলী (৪৫) ও রেজাউল করিম (৪৩)-কে গ্রেফতার করা হয়।

 

২ ডিসেম্বর রাত ১২টা ৫০ মিনিটে নীলফামারীর জলঢাকায় অটোরিকশায় বিশেষ কৌশলে লুকানো ২৮০ গ্রাম গাঁজা ও ১৮ বোতল স্কাফ জব্দ করা হয়। এ ঘটনায় রুবেল হোসেন (২৮), আইজুল (৪০) ও জাকিরুল ইসলাম (২১)-কে আটক করা হয়।

 

২ ডিসেম্বর সকাল ৭টা ২০ মিনিটে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বাদল চন্দ্র শীল (৪৩)-এর দেহ তল্লাশীকালে ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১৩ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

শেয়ার করুন