অফিস ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জেলা তৃণমূল দলের উদ্যোগে গতকাল বুধবার বাদ এশা শহরের নবাববাড়ী সড়ক সংগঠন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তৃণমূল দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল বারী, জেলার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ মোল্লা, সহ-সভাপতি বাদশা প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক আজম, দপ্তর সম্পাদক দুলাল, মহিলা নেত্রী বুলি বেগম, মলি, শহরের সভাপতি সোবহান, গাবতলী তৃণমূল দলের নেতা মামুনুর রহমান মামুন,আকতার হোসেন, সুলতান মাহমুদ, বিকাশ, খাজা, ১নং ওয়ার্ড তৃণমূল দলের সভাপতি ইমরান, সহ-সভাপতি মাফুজার, ২নং ওয়ার্ডেল সভাপতি জুয়েল, ১৯নং ওয়ার্ড তৃণমূল দলের সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক নিশাদ, সাংগঠনিক সম্পাদক আরিফ, ৫নং ওয়ার্ডের সহ-সভাপতি নাদিম, ১৬নং ওয়ার্ডের সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রতন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক বিজয় হোসেন,৪নং ওয়ার্ডেল সভাপতি মানিক। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।