অফিস ডেস্ক
পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং রাজ-৪৯৪) সম্পর্কে অসত্য,উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে রিপন,জালাল ও বকুল গং যে সংবাদ সম্মেলন করায়—তার তীব্র প্রতিবাদ জানায়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নের বর্তমান বৈধ কর্তৃপক্ষ।
বুধবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সদস্য সচিব মো. মনিরুজ্জামান হানিফ লিখিত বক্তব্য উপস্থাপন করেন।তিনি ওই সংবাদ সম্মেলনকে “সম্পূর্ণ ভিত্তিহীন,মিথ্যা,বিভ্রান্তিকর ও সংগঠনবিরোধী অপপ্রচার” বলে উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, মোশফেকুর রহমান রিপনকে ভারপ্রাপ্ত সভাপতি এবং আব্দুল মোতাল্লিব সরকার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দাবি করা সম্পূর্ণ অসত্য ও সংবিধানবিরোধী। রিপন শৃঙ্খলাভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কৃত এবং আলোচিত ২০০৪ সালের প্লাবন হত্যা মামলার চিহ্নিত আসামি হওয়ায় নিয়মিত প্রক্রিয়ায় তার বহিষ্কার কার্যকর হয়েছে।অন্যদিকে মোতাল্লিব সরকার বকুল কখনোই ইউনিয়নের বৈধ সদস্য ছিলেন না।ফলে এসব ব্যক্তির পদ দাবি পুরোপুরি অবৈধ ও বিভ্রান্তিকর।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বহিষ্কৃত রিপন ও অবৈধ সদস্য বকুল রাজনৈতিক প্রভাব খাটিয়ে শ্রমিক নামধারী কিছু ব্যক্তিকে বেআইনিভাবে শ্রমিক কার্ড ইস্যু করছেন, যা শ্রম আইন ও সংগঠনের সংবিধান বিরোধী। এছাড়া বৈধ শ্রমিকদের পূর্বে প্রদত্ত কার্ড জব্দ করে নিজেদের দখলে রেখে সাংগঠনিক শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।
অফিস দখলের অভিযোগ বিষয়ে লিখিত বক্তব্যে নেতারা বলেন, সংগঠনের কার্যালয়ে নিয়মিত ও বৈধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্ষমতা দখলের অবৈধ প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় রিপন গং এখন মিথ্যা অভিযোগ ছড়িয়ে শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
এ ছাড়া শ্রম দপ্তর রাজশাহীর ডাকা দুইটি তলবী সভার আবেদন বাতিল হওয়ার প্রকৃত কারণ—আবেদনকারীরা অনির্বাচিত ও সাংগঠনিকভাবে অবৈধ—এ তথ্য গোপন করে রিপন গং শ্রম দপ্তরের সিদ্ধান্তকে বিকৃতভাবে উপস্থাপন করছেন বলেও নেতারা অভিযোগ করেন।
সংগঠনের বর্তমান নেতৃত্ব জানান, রাজনৈতিক প্রশ্রয় ও বহিরাগত প্রভাব ব্যবহার করে সংগঠনে বিভাজন সৃষ্টি, বিশৃঙ্খলা ছড়ানো এবং সংগঠন দখলের চেষ্টা চলছে। শ্রমিকদের ঐক্য ও সংগঠনের স্থিতিশীলতা রক্ষায় এসব অপচেষ্টা দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।