সাপাহারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ নভেম্বার ২০২৫ | সময়ঃ ১১:৪০
photo

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার প্রতিনিধি: সাপাহারে  সরকারী কর্মকর্তাদের সঙ্গে নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
 

সাপাহার উপজেলা  নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাপাহার উপজেলার সার্বিক সমস্যা সমাধন ও উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগা জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইফুল ইসলাম।
 

এসময় মতবিনিময় সবাই উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুজ্জামান,প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর কবির প্রমুখ। মত বিনিময় সভা শেষে নবাগত জেলা প্রশাসন মহোদয় উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

শেয়ার করুন