গাইবান্ধায় একদিনের ব্যবধানে বিএনপির দুই সিনিয়র নেতার মৃত্যু

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:০৯
photo

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-এক দিনের ব্যবধানে দুই প্রভাবশালী নেতাকে হারিয়ে গাইবান্ধা জেলা বিএনপিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সপ্তাহে দলীয় দুই গুরুত্বপূর্ণ নেতা চলে যাওয়ায় নেতাকর্মীরা হতবিহ্বল হয়ে পড়েছেন।তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই পরিবার-পরিজন, সহকর্মী শিক্ষক, রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় জনগণের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।
 

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।পরিবার জানিয়েছে, জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।

 

মাত্র একদিন আগে, সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইন্তেকাল করেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল আউয়াল আরজু (৬৬)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

 

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কাচারী বাজার জামে মসজিদের সভাপতি এবং গাইবান্ধা বিএনপির নিবেদিতপ্রাণ একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শেয়ার করুন