অফিস ডেস্ক
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধা-৩ (পলাশবাড়ীুসাদুল্লাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু’র দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পলাশবাড়ীতে পৃথক নির্বাচনী মহিলা সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল হাইস্কুল মাঠ, বাসুদেবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ সর্বাঙ্গ ভাদুড়িয়া ও ডাকুনি মির্জাপুর এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন,
“সভ্যতা ও শিক্ষিত সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা অপরিসীম।পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে আপনারা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নারীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান বৃদ্ধি ও শিক্ষার সুযোগ বিস্তারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “গ্রামীণ নারীদের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও সহায়তা, বিধবা ও অসহায় নারীদের ভাতা নিশ্চিতকরণ, মেয়েদের উচ্চশিক্ষায় বৃত্তি প্রদান এবং নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।