মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইশরাক, সদস্য সচিব নান্নু

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:৪২
photo

৭১ ভিশন ডেস্ক:-বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক এবং অ্যাড. কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অনুমোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

 

সোমবার (২৪ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে এ কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান, নতুন এই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরো গতিশীল করবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রজন্মকে সংগঠিত করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলের নীতি-আদর্শ নবীন প্রজন্মের মাঝে বিস্তারে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

শেয়ার করুন