জামায়াতের আমির শফিকুর রহমান ও শাহজাহানকে গ্রেফতারের দাবিতে মহাসমাবেশ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:০৮
photo

 

আগামী ৬ ডিসেম্বর শনিবার দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাবেশ। বাংলাদেশের সকল জেলা থানা ওয়ার্ড ইউনিয়নের পাটির কমরেডগন সমাবেশে যোগ দিবেন এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে জনগনকে এই কর্মসূচীতে ব্যপকভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে। বন্ধুপ্রতিম সংগঠন ব্যাক্তি ও দলকে এই জনসমাবেশ যোগ দেওয়ার আহবান জানাচ্ছি। যুদ্ধ অপরাধী ৭১ এর মহান মুক্তিমযুদ্ধে গনহত্যাকারি ও এদেশের মা বোনদের ধর্ষনকারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ প্রমানিত। জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী জামায়াতের আমির শফিকুর রহমান এর নাম নিয়েই বলেছেন আগামী ফেব্রুয়ারীতে যে জাতীয় নির্বাচনে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ভোট ডাকাতি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে।

 

প্রিয় দেশবাসী,
বিগত ফ্যাসিষ্ঠ হাসিনা সরকারের পতনের পর থেকে আমারা লক্ষ করছি আল্লাহর আইনের নামে দেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। তারা গনভোট উচ্চকক্ষ পিআর পদ্ধতি সংবিধান সংস্কার বিচার সহ একের পর এক উদ্ভট দাবি জানিয়ে আসছে যেন কোন ভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে না পারে তারা দেশি-বিদেশি স্বরযন্ত্র কারি অপশক্তির সহায়তায় রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে।

 

প্রিয় বন্ধুগন,
এবার তারা প্রকাশ্য ঘোষণা দিয়েছেন প্রশাসনকে ব্যাধ্য করবে যেন ভোট ডাকাতি করে জামায়াতকে ক্ষমতায় বসায় এটা বরদাস্ত করার মতো নয়। তারা ১৯৭১ সালের মতোই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত এরা ক্ষমতা দখলের জন্য আবারও একটি গনহত্যা চালাতে পারে।

 

প্রিয় দেশবাসী,
কয়েকদিন আগে তাদের আমির শফিকুর রহমান হুমকি দিয়েছেন বাম হাত দিয়ে জনগনের জিব টেনে ছিড়ে বাম পায়ের নীচে ফেলবে  জনগণকে হুমকি দিচ্ছে অনবরত শিবির ক্যাডারদের দিয়ে আগের মতো রগ কাটা শুরু করতে পারে তারা ইতিমধ্যেই জালিয়াতি করে শক্তি প্রয়োগ করে দেশের বিশ্ববিদ্যালয় গুলো দখল করেছে। প্রশাসনের ও একটা বিরাট অংশ তাদের অনুগতদের দিয়ে দখলে নিয়েছে।

 

প্রিয় দেশপ্রেমিকগন,
জামায়াত জানে এদেশে তাদের কোন অবদান নেই এদেশ তাদের না। জনগণ মানবিক কারনে তাদের থাকার সুযোগ দিয়েছে কাজেই নির্বাচনে এদেশের মানুষ তাদের ভোট দিবে না। তাই নির্বাচননবানচাল করে ভিন্ন পথে ক্ষমতা দখল করতে চায় এদেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। আবার ৫০ লাখ মুজাহিদ নিয়ে ভারত আক্রমণ করতে চায়। অর্থাৎ যেকোনো ভাবেই হোক এই অপশক্তি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে চলছে।

 

প্রিয় দেশবাসী,
এই অপশক্তি যেন কোনভাবেই নিবাচন বানচাল করতে বা পিছনের দরজা দিয়ে ক্ষক্ষমতা দখল করতে না পারে। আমরা যেন যথা সময়ে একটি নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠান করতে পারি।

 

উদাও আহবান,
আসুন আমরা সকল দেশপ্রেমিক জনগন দলমতের উর্ব্ধে উঠে আমরা একসাথে এই অপশক্তি কে মোকাবিলা করি দেশ ও দেশের মানুষ কে রক্ষা করি এবং চুরতরে এদের বিতারিত করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ করে গড়ে তুলি।

 

প্রিয় দেশবাসী,
এই অপশক্তির নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলা করতে আগামী ৬ ডিসেম্বর ঢাকায় জাতীয়  সমাবেশের আয়োজন করেছি আমরা আপনাদের নিকট উক্ত সমাবেশে যোগদিতে এবং আমরা যাতে এই সমাবেশ সফল করতে পারি দেশে ও প্রবাসের সকল বাংলাদেশের ভাই বোনদের নিকট আর্থিক সাহয়োগিতা আশা করছি।  কারন আমাদের দল ছোট এবং আর্থিক অবস্থা ভালো নয় তবে কথা দিচ্ছি আমাদের সততা দেশপ্রেমের  কোন ঘাটতি নেই দেশের মানুষের বা দেশের  প্রয়োজনে হাসি মুখে লড়াই করে জীবন দিতে সদাই প্রস্তত আমাদের পার্টির কমরেডগন আমার মোবাইল নম্বর দিয়ে দিলাম কল করে বা মেসেজে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন।  আমার মোবাইল ও হোয়াটস আপ নম্বর ০১৭১১১৭৪৯৩৬। আমি কমরেড এম এ সামাদ, সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)। সমাবেশে যোগ দিন আওয়াজ উঠান জামাত শিবির রাজকার এই মুহূর্তে বাংলা ছাড়।

শেয়ার করুন