শিশু নির্যাতন মামলায় রংপুরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার মূল আসামি আটক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৩১
photo

 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-রংপুরের তারাগঞ্জে ১৯ মাস বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি মোঃ রাব্বি রহমান ওরফে রিজু (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) ভোররাতে নীলফামারীর কিশোরগঞ্জ থানার বাহাগিলি ইউনিয়নের বসনিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে 
র‌্যাব জানায়, মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই বিকেল ৫টার দিকে ভিকটিম শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় পাশের বাসার প্রতিবেশী রাব্বি চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ শয়নকক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির যৌনাঙ্গে রক্তাক্ত জখম হয়। 

 

শিশুর কান্না শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে ভিকটিমের মা তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং ০৩, তারিখ ০৩/১১/২০২৫)।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। 

 

মিডিয়ায় সংবাদ প্রচারের পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। ঘটনার পর থেকেই রাব্বি আত্মগোপনে ছিল বলে জানিয়েছে র‌্যাব।

 

অবশেষে র‌্যাব-১৩, সিপিএসসি রংপুরের আভিযানিক দল ভোর ৩টা ১৫ মিনিটে নীলফামারীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব জানায়, ধর্ষণ, অপহরণ, হত্যা ও অন্যান্য অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিপ্লব কুমার গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অধিনায়কের পক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন