১২ বছর ধরে বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী আব্দুল লতিফ
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
২৩ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:৪৯
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ-১২ বছর ধরে বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী আব্দুল লতিফ (৬৫ )।‘ইচ্ছাশক্তি বড় শক্তি’- এই প্রবাদটি যেন হুবহু মিলে যায় গোবিন্দগঞ্জ উপজেলার ৬ নং দরবস্ত ইউনিয়নের মেরুপাড়া গ্রামের এক সংগ্রামী মানুষের জীবনে। জীবনযুদ্ধে হার না মানা এক অনন্য উদাহরণ আব্দুল লতিফ(৬৫)। শত প্রতিকূলতা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে দীর্ঘ ১২ বছর ধরে বাদাম ও ছোলা ভাজা বিক্রি করে তিনি চালিয়ে যাচ্ছেন তার পরিবার।
১৩-১৪ বছর আগে কালিতলা বাজারে রোড এক্সিডেন্ট গুরুতর আহত হন তিনি। এতে তার ১টি পা ভেঙে যায় এবং মাথায় আঘাত পায়। দীর্ঘ দুই বছর চিকিৎসার পরও পুরোপুরি সুস্থ হতে পারেননি,আর সেখান থেকেই শুরু হয় তার প্রতিবন্ধী জীবনের পথচলা।
সংসারের অভাবে শুরু করেন বাদাম ও ছোলা ভাজা বিক্রি। বিভিন্ন এলাকায় বাদাম ও সোলার ভাজা বিক্রি করেন। তিনি প্রতি হাটের দিনে পলাশবাড়ীতে আসেন বাদাম ও সোলার বিক্রি করতে।
প্রতিদিন ২ হাজার থেকে ২,৫০০ টাকার মতো বিক্রি হয়,এতে তিনি গড়ে ৪০০ থেকে ৫০০ টাকা আয় করেন। এই সামান্য আয়ে তিনি চালিয়ে যাচ্ছেন তার সংসার। এরই মধ্যে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন,ছোট ছেলে পড়ছে দশম শ্রেণিতে।
শনিবার (২২ নভেম্বর) সকালে পলাশবাড়ী হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ছোলা ভাজা খাওয়ার ফাঁকে কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে।আব্দুল লতিফ বলেন,‘চাইলে ভিক্ষা করতাম, কিন্তু কখনো মন সায় দেয়নি। নিজের মতো করে সংসার চালাচ্ছি।যতদিন শরীরে শক্তি থাকবে,ততদিন এভাবেই চালিয়ে যাবো।