চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৫৩
photo

প্রেস বিজ্ঞপ্তি;-অদ্য ২২ নভেম্বর-২০২৫ তারিখ, শনিবার সন্ধ্যা ৭:০০ টায় ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি ভবনে ২০২৬-২০২৭ মেয়াদে নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক (২০২৪-২০২৫ মেয়াদে) প্রকৌশলী উজ্জ্বল মল্লিক। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ নাজিম উদ্দিন চৌধুরী।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক চৌধুরী ও নবনির্বাচিত সভাপতি ড. চৌধুরী মাহমুদ হাছান।সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির চেয়ারম্যান মোঃ দিদারুল আনোয়ার, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সভাপতি ড. মোঃ আবদুল করিম, জয়নুল আবেদীন জামাল।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও অতিরিক্ত সচিব (পিআরএল) মোহাম্মদ মুনীর চৌধুরী, সাবেক সভাপতি মিসেস লায়লা সিদ্দিকী, উপদেষ্টা পরিষদের সদস্য সুব্রত বড়–য়া, ট্রাস্টি বোর্ডের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ মোস্তফা কামাল, নবনির্বাচিত নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যগণ, বর্তমান নির্বাহী পরিষদ, ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ, হাসপাতাল কমিটির কর্মকর্তাগণ ও সমিতির জীবন সদস্যগণ।


উল্লেখ্য, বিগত ১৪.১১.২০২৫ তারিখে শতাধিক বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদ (২০২৬-২০২৭) মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন এ ড. চৌধুরী মাহমুদ হাছান ও মোঃ মোজাম্মেল হক চৌধুরী পরিষদ পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

 

সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়।

 

বার্তা প্রেরক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল),প্রচার ও প্রকাশনা সম্পাদক চট্টগ্রাম সমিতি-ঢাকা।

শেয়ার করুন