অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক-:দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ট্রেনে কাটা পড়ে পরিচয়হীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. তাজরুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশনে পৌঁছানোর আগেই স্টেশন থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে সেতু নম্বর ২৭৫ এবং পিলার নম্বর ২৪৯-এর মাঝামাঝি স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি সম্ভবত পথচারী কিংবা হকার হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।