আদমদীঘিতে নাতি বউয়ের আত্মহত্যার খবর শুনে দাদী শ^াশুড়ির হার্টএটাকে মৃত্যু

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০১:৫১
photo

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- বগুড়র আদমদীঘিতে নাতি-বৌ আছিয়া বেগম (১৮) এর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শোনার পর দাদী শ^াশুড়ি রশিদা বেগম (৪২) হার্টএটাকে মারা যাবার খবর পাওয়া গেছে।গত শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় আদমদীঘি উপজেলার ছাতনি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে।মৃত আছিয়া বেগম ওই গ্রামের সজিব প্রামানিকের স্ত্রী ৬ মাস পূর্বে তাদের বিয়ে হয়। হার্টএটাকে মৃত রশিদা বেগম একই গ্রামের আব্দুল বারিকের স্ত্রী।
 

পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘির ছাতনি পশ্চিম পাড়ার সজিব প্রামানিকের সাথে সান্তাহার বাগান বাড়ির আকরাম হোসেনের মেয়ে আছিয়া বেগমের ৬ মাস পুর্বে বিয়ে হয়।গত শুক্রবার পারিবারিক কলহরে কারনে ওইদিন রাত সাড়ে ৮টায় আছিয়া বেগম তার স্বমীর বাড়িতে ঘরের বাঁশেল তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। এদিকে নাতি বৌ আছিয়া বেগমের গলায় ফাঁস দিয়ে আত্মহত্য করার খবর শোনার পর পর দাদী শ^াশুড়ি রশিদা বেগম হার্টএটাক করে রাত ১১টায় মারা যায়। এ ঘটনায় মুহূর্তেই ওই গ্রামে শোকের ছাঁয়া নেমে আসে।
 

ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক শ্রী খোকন কুমার জানান, বাদি না হওয়ায় আছিয়ার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি 

শেয়ার করুন