অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর যৌথ অভিযানে দিনাজপুরের বিরল উপজেলায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মিনানুরুল ইসলাম (৫০) গ্রেফতার হয়েছেন। তিনি বিরল উপজেলার আছোটিয়া শালবাড়ী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ শ্লোগানকে সামনে রেখে র্যাব দীর্ঘদিন ধরে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এবং র্যাব-১ এর গাজীপুর সিপিএসসি ক্যাম্পের একটি যৌথ দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক এলাকা থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) বিকাল ৪টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলার আছোটিয়া শালবাড়ী গ্রামে তরিকুল ইসলাম (২৮) নামের এক যুবককে স্থানীয় কয়েকজন মিলে হামলা করে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৪ সেপ্টেম্বর সকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিরল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫/২৫২, (২১ সেপ্টেম্বর)। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি গণমাধ্যমের আলোচনায় আসে। এরপর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা ১ নম্বর এজাহারনামীয় আসামি মিনানুরুল ইসলামের অবস্থান শনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।