পলাশবাড়ীতে প্রসূতি ও নবজাতকের মৃত্যু: মা ক্লিনিকে বিক্ষোভ

ভাঙচুর অতঃপর সেনাবাহিনী মোতায়েন
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:২৯
photo

পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসার অভিযোগে মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এক প্রসূতি ও নবজাতকের মৃ/ত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে পৌর শহরের ঘোড়াঘাট সড়কে অবস্থিত ক্লিনিকটিতে এ ঘটনা ঘটে।
 

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর গ্রামের বাদশা মিয়ার কন্যা ও বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী পারভীন আক্তার পারুল বেগম (২৫)-কে সিজার করানোর জন্য ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে অপারেশন শুরু হয় এবং রাত ৪ টার দিকে তার অবস্থার অবনতি হলে তিনি মারা যান বলে অভিযোগ করা হয়। এ সময় নবজাতকও বেঁচে থাকেনি।
 

এরপর ক্লিনিক কর্তৃপক্ষ মৃতদেহ গোপনে রংপুরে পাঠানোর চেষ্টা করলে বিষয়টি জানতে পেরে স্বজন ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।একপর্যায়ে তারা ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দ্রæত 

 

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ,এর আগেও একই ক্লিনিকে একাধিক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটলেও প্রতিবারই বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগমের মালিকানাধীন ভবনে মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে এর আগেই একই অভিযোগে বন্ধ ছিল। এলাকাবাসী ক্লিনিকটি স্থায়ীভাবে বন্ধ ও সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন