বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সোহেল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ অক্টবার ২০২৫ | সময়ঃ ১২:২৩
photo

বগুড়া প্রতিনিধি:-কুরআনের দাওয়াত পৌঁছে দিতে জামায়াত কর্মীদের মযদানে ঝাঁপিয়ে পড়তে হবে
বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, কুরআনের দাওয়াত পৌঁছে দিতে জামায়াত কর্মীদের মযদানে ঝাঁপিয়ে পড়তে হবে।
 

সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে। দেশের জনগনের পালস্ বুঝতে হবে, দেশের জনগণ আর একটি ফ্যাসিবাদ কোন অবস্থাতেই মেনে নিবেনা, যার প্রমান হল বৃহৎ ক্যাম্পাস সমূহে নির্বাচন। 

 

সমস্ত চাপ উপেক্ষা করে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকল কর্মীদের সমাজ পরিবর্তনে কাজ করতে হবে। আগামী নির্বাচনে অনেকে আমাদের ভয় দেখায় কেন্দ্রে যেতে দিবেনা। আমরা বলতে চাই কোন রক্তচক্ষু জামায়াতের কর্মীরা ভয় পায়না।
 

তিনি শুক্রবার সকালে বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

 

শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, এ্যাডভোকেট শাহীন মিয়া, আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাওলানা আব্দুল হামিদ বেগ, সেলিম রেজা, অধ্যাপক আব্দুল হান্নান প্রমুখ।
 

সমাবেশে বক্তরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তবায়ন, গনহত্যাকারীদের বিচার করে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে।

 

শেয়ার করুন