অফিস ডেস্ক
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি ধানখেত থেকে আনিসুর রহমান (৪৫) নামের এক ব্যাটারী চালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি শিলপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ধানখেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।নিহত আনিসুর রহমান একই ইউনিয়নের তালুক ফলগাছা পাইটকা পাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, আনিসুর রহমান পেশায় একজন ব্যাটারি চালিত ভ্যানচালক ছিলেন। গত ১৪ অক্টোবর সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হন। আর ফিরে না আসায় সেদিন থেকেই তাকে খুঁজছেন তার পরিবারের লোকজন। এরই একপর্যায়ে বৃহস্পতিবার সকালের দিকে ওই ধানখেতে তার লাশ দেখা যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।