বাংলা‌দেশ ও জনগন নি‌য়েই তা‌রেক জিয়ার সকল ভাবনা- রে‌াকন উদ্দিন মিয়া

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৯:২৬
photo

মাদারীপুর প্রতি‌নি‌ধিঃ:-বাংলাদেশ ও জনগণ নিয়েই তারেক জিয়ার সকল ভাবনা। তারেক জিয়া দেশের বাইরে থেকেও দেশ ও জনগণের কথা ভাবনা করেন চিন্তা করেন। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তার রয়েছে অনেক পরিকল্পনা। 
 
আজ বৃহস্প‌তিবার বি‌কে‌লে নিজ বা‌ড়ি‌তে সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময়কা‌লে এ কথা ব‌লেন, জাত‌ীয়বাদী আইনজী‌বী  ফোরাম কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সহ-সাধারন সম্পাদক ও মাদারীপুর-১(শিবচর) আস‌নে বিএন‌পির ম‌নোনয়ন প্রত‌্যাশী মোঃ রে‌াকন উদ্দিন মিয়া।
 
এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপ‌জেলা বিএন‌পির আহবায়ক শাহাদাৎ হো‌সেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
 
এ সময় রোকন উদ্দিন মিয়া, শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে ভূয়সী প্রশংসা করেন এবং কমিটির সাথে সার্বক্ষণিক কাজ করার প্রত‌্যয় ব্যক্ত করেন। 
 
এসময় সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হো‌সেন খান ব‌লেন, শিবচর উপজেলা বিএনপি সার্বক্ষণিক দলের কাজ ক‌রে যা‌চ্ছে। শিবচর উপ‌জেলা বিএন‌পি স্পষ্ট বল‌তে চায়,ধা‌নের শিষ যার, বিএন‌পি তার। দল যাকে মনোনয়ন দিবে শিবচর বিএনপি তার জন‌্য কাজ কর‌বে।
 
প‌রে রোকন উদ্দিন মিয়া শিবচ‌রের শেখপু‌রে তা‌রেক জিয়ার ৩১দফার লিফ‌লেট বিতরন ক‌রেন।

শেয়ার করুন